মোংলা বন্দর সৃষ্টির ৭২ বছরে এই প্রথমবারের মতো কয়লার বড় চালান নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এম ভি মানা’। গত রবিবার (৫ নভেম্বর) বন্দরের ফেয়ারওয়েতে জাহাজটি নোঙর করলেও বন্দর কর্তৃপক্ষ শনিবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামান বলেন,গত ০৫ নভেম্বর লাইব্রেরিয়ান পতাকাবাহী এম.ভি মানা মাদার ভেসেলটি কাজী এন্টারপ্রাইজ এন্ড কাজী সোবাহান ট্রেড, রুপসা, খুলনার একটি প্রতিষ্ঠানের ৬০ হাজার ৫০০ মেট্রিকটন প্রাইভেট কয়লা নিয়ে ফেয়ার ওয়েতে এ্যাংকর করে। জাহাজটি ফেয়ারওয়েতে ৩১,৫০০ মেট্রিকটন কয়লা লাইটারের মাধ্যমে খালাস করে ড্রাফট কমিয়ে ২৯,০০০ মেট্রিকটন নিয়ে ০৮ তারিখ রাতে হারবারিয়া ৮ এ অবস্থান করে। এখন জাহাজটি হারবারিয়া ৪ এ শিফটিং হয়ে আসছে। আগামী ২/১ দিন পরে খালাস কার্যক্রম সম্পন্ন হলে মোংলা বন্দর ত্যাগ করবে।

তিনি আরো বলেন, নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নদীশাসনের ফলে গভীর ড্রাফটের যেকোনও জাহাজ এখন বন্দরে ভিড়তে পারছে। এ ছাড়াও যেকোনও পণ্য খালাস ও হ্যান্ডলিং করতে মোংলা বন্দরের সক্ষমতা তৈরি হয়েছে। আধুনিক যন্ত্রপাতি দিয়ে এই বন্দরে আসা বিদেশি জাহাজ থেকে পণ্য খালাস করায় এই বন্দর ব্যবহারে বিদেশিরাও আগ্রহী হচ্ছেন।

এম ভি মানা’ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট সুলতান শিপিং লাইনসের প্রতিনিধি মাহমুদুল হক রাজু বলেন, ‘গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার বোনটাং বন্দর থেকে কয়লা লোড হয়ে সরাসরি মোংলা বন্দরে আসে। এই জ্বালানি কয়লা ছোট লাইটার জাহাজের মাধ্যমে খালাস করে খুলনার রূপসায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে।

বার্তা বাজার/জে আই