গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহর পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আশুলিয়া থানা ইউনিট। রোববার (২১ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের ১, ২ ও ৩ নং ওয়ার্ড এলাকায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এই প্রচারণা চালান।

গাজীপুর সিটি কর্পোরেশনের জিরানী বাজার থেকে পানিশাইল মোড়, চক্রবর্তী বাসষ্ট্যান্ড হতে মামুন নগর এবং হাতিমারা বাজার রোড এলাকায় দিনভর আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেনের নেতৃত্বে এই প্রচারণা ও গণসংযোগ পরিচালিত হয়। এসময় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, দপ্তর সম্পাদক টিপু সুলতান এবং অর্থ সম্পাদক নাসির আলী মাহবুব অংশগ্রহন করেন।

ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা বার্তা বাজারকে জানান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এর নির্দেশনায় আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা গাজীপুরের ১,২ ও ৩ নং ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহর পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছি। এসময় আমরা আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের সামনে তুলে ধরে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ করেছি। এধরণের গণসংযোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কালে এসময় আরও উপস্থিত ছিলেন- আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোজাম্মেল মিয়া, বাপ্পী সরকার, ধামরাই সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হাবিবুর রহমান, শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম, পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান নয়ন, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল কবীর প্রমুখ।

বার্তা বাজার/জে আই