রাজশাহী নগরীর তালাইমারিতে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে নর্দার্ন মোড়ে এ ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে অবরোধের সমর্থনে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ওই এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে। পরে তারা তালাইমারি এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করলে খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে আসে। এতে শিবির-ছাত্রলীগের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শিবির কর্মীরা ছাত্রলীগকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। ছাত্রলীগও লাঠিসোঁটা নিয়ে শিবিরকে তাড়া করলে শিবির নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানতে চাইলে নগরীর মতিহার থানার ওসি রুহুল আমিন বলেন, শিবির-ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই তারা সেখান থেকে পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল ও এর আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বার্তাবাজার/এম আই