টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউয়িনে এম কে ডি উচ্চ বিদ্যালয়ের ৪টি শুন্য পদে নিয়োগের জন্য স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি আবুল হোসেন ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম যোগ সাজসে ২০লক্ষ টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ উঠেছে।

সরেজমিনে স্কুলে গিয়ে নিয়োগ পরিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় উপজেলা দেউলাবাড়ী ইউনিয়নের এম কে ডি উচ্চ বিদ্যালয়ের গত ১৫/০৯/২০২৩ইং তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় বিদ্যালয়ে অফিস সহায়ক,ল্যাব অপারেটর ,আয়া ও পরিচ্ছন্ন কর্মী পদে লোক নিয়োগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সে অনুযায়ী গত ৪/১১/২০২৩ তারিখ সকাল ৯টায় মৌখিক পরিক্ষা ও লিখিত পরিক্ষা আগেই প্রার্থীদের কাছ থেকে চার পদের জন্য ২০লক্ষ টাকা নিয়ে বর্তমান আওয়ামীলীগের সমর্থিত লোক না নিয়ে বিএনপি ও স্বাধীনতা বিরোধী সমর্থিত লোক বাছাই করেন।

নিয়োগ পরীক্ষার দুনীতির বিষয়ে আরেক অফিস সহকারী প্রার্থী মোঃ ফজলুল হক জানান আমি পরিক্ষায় প্রথম হয়েছিলাম টাকা দিতে পারিনি বলে আমাকে বাদ দিয়ে অন্যজন জনকে নিয়োগ দিয়েছে।

বিষয়টি নিয়ে সহকারী পদের প্রার্থী মোঃ রফিকুল ইসলাম উপজেলা উপজেলা নির্বাহী অফিসার বরাবর তদন্ত চেয়ে একটি দরখাস্ত করেন। পরে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আবুল হোসেন ভয় ভীতি দেখিয়ে জোর করে তা প্রত্যাহার করতে বাধ্য করেন।

এ বিষয়ে মোঃ রফিকুল ইসলাম জানান আমাকে সভাপতি চাপ প্রয়োগ করে দরখাস্ত প্রত্যাহার করতে বাধ্য করেছে। টাকা নিয়ে নিয়োগ দেয়ার বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম জানান আমি নিয়োগ স্বচ্চ করেছি। কেউ যদি টাকা নিয়ে থাকে তাহলে সেটা আমার জানা নেই।

এ বিষয়ে এম কে ডি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আবুল হোসেনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান নিয়োগের ব্যপারে নেওয়া হয়নি তবে স্কুলের উন্নয়নের জন্য টাকা নিয়েছি।

বার্তা বাজার/জে আই