পটুয়াখালী পৌর শহরের পুরান বাজারে গত (৪ মে ) ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা, দুইটি থ্রিপিচ, দুইটি লুঙ্গি, একটি কম্বল, ওয়ালটনের দুই সেট রান্নার সামগ্রী এবং এক বোতল করে মিনারেল ওয়াটার ও জুস প্রদান করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক সদর উপজেলা চেয়ারম্যান সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. সুলতান আহমেদ মৃধা।
রবিবার (২১ মে) বেলা ১১টায়, টাউন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ২৮ জন ক্ষতিগ্রস্থদের এ সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ, পটুয়াখালী পুরান বাজারে মিঠাপুকুর পাড় এলাকার হারুন মুন্সীর তেলের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আড়াই ঘন্টা প্রচেস্টার পর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা হবে জানায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও এলাকাবাসী।
বার্তা বাজার/জে আই