দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি। বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী।
তিনি বলেন, আমরা নির্বাচনে অংশ নিতে চাই। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নেব। আমরা সব আসনেই প্রার্থী দিতে চাই। তবে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা যেন অক্ষরে অক্ষরে পালন করে। যেন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয় এবং প্রতিটি দল নির্বাচনে অংশ নিতে পারে।
শমসের মবিন বলেন, আমরা আশা করি প্রতিটি নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে প্রার্থী দিতে পারব। সেই প্রার্থীরা জনগণের ভোট আদায় করে সংসদে বসতে পারে।
অনুষ্ঠানে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী তৃণমূল বিএনপিতে যোগদান করেন।
এসময় শমসের মবিন বলেন, আমি অত্যন্ত গর্বিত যে আপনারা এতজন আমাদের দলে যোগদান করেছেন। তৃণমূল বিএনপির মূল লক্ষ্য সুস্থ রাজনীতি হবে সুশাসনের ভিত্তি।
এসময় উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, নির্বাহী চেয়ারপারসন অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা, সিনিয়র ভাইস চেয়ারপারসন মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান, ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ প্রমুখ।
বার্তা বাজার/জে আই