চট্টগ্রামে ১১০ লিটার চোলাই মদসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০৮ নভেম্বর) সকালে বিষয়টি জানান চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে চান্দগাঁও থানার বাহির সিগন্যাল বেপারী পাড়ায় অভিযান চালিয়ে ইছমত আলী সারেং বাড়ির আবু তাহেরের পরিবারের নির্মাণাধীন ঘরের ভিতর থেকে আবু তাহের নামে এক যুবককে ১১০ লিটার চোলাই মদ সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবু তাহের (২১) একই এলাকায় মৃত মোছলেম উদ্দীনের ছেলে।

এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে হাজির করা হবে।

বার্তাবাজার/এম আই