মাগুরার শ্রীপুর উপজেলার টিকারবিলা-আড়িয়াকান্দি বঙ্গবন্ধু সরকারি কলেজ হঠাৎ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।লন্ড ভন্ড হয়ে গেছে দুইটি ক্লাস রুমের ও একটি সম্মেলন কক্ষের টিনের চালা। এছাড়াও উল্টে-পাল্টে গেছে প্রতিষ্ঠালগ্নের পুরাতন ঘরের বারান্দার টিনের চালা। প্রায়ই ৪’শত শিক্ষার্থী নিয়ে বিপাকে পড়েছেন কলেজ কর্তৃপক্ষ।
আগামী বৃহস্পতিবার (২৫ মে) এইচএসসি শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। এই দূর্যোগপূর্ণ প্রতিকূল পরিবেশে ২’শত পরীক্ষার্থীকে পরীক্ষা নেওয়া মতো অন্য কোন ব্যবস্থা নেই কলেজে। কোন উপায় না পেলে বিকল্প শেষ পর্যন্ত খোলা আকাশের নিচেই পরীক্ষা নিবেন বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।
কলেজের অধ্যক্ষ এ কে এম জালাল উদ্দিন চৌধুরী জানান, শুক্রবার রাত অনুমান সাড়ে আটটার দিকে আকাশে হঠাৎ কালো মেঘ জমে গড়াই নদী এলাকা থেকে প্রবল বেগে বাতাস এসে মূহুর্তের মধ্যে কলেজের দুইটি ক্লাস রুম ও একটি সম্মেলন কক্ষের টিনের চালা উড়ায়ে নিয়ে যায় এবং ইট গাথনির দেয়াল ভেঙ্গে তছনছ হয়ে যায়।
এছাড়াও কলেজ প্রতিষ্ঠালগ্নের লম্বা টিনশেড ঘরের বারান্দার চালা উড়ায়ে নিয়ে যায় কালবৈশাখী ঝড়ে। ঝড়ে ক্লাসরুম ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায়ই ৪’শত শিক্ষার্থী নিয়ে বিপাকে পড়েছেন তিনি। আগামী বৃহস্পতিবার (২৫মে) নির্বাচনী পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। ক্লাসরুম সংকটে পরীক্ষাও অনিশ্চিত হয়ে পড়েছে। কোন উপায় না পেল শেষ পর্যন্ত ২’শত শিক্ষার্থীকে খোলা অকাশের নিচেই পরীক্ষা নিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বর্তমান সমস্যার বিষয়টি বিবেচনা করে অধ্যক্ষ জালাল উদ্দিন চৌধুরী সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
তিনি আরো জানান, ২০১০ সালে টিকারবিলা-আড়িয়াকান্দি গ্রামের গড়াই নদীর তীরে বঙ্গবন্ধুর নামকরণে কলেজটি প্রতিষ্ঠিত হয় এবং ২০২০ সালে সরকারিকরণের ঘোষণা হয়। পরববর্তীতে ২০২১ সালের ৮ আগস্ট কলেজটি গেজেটভুক্তির জন্য প্রজ্ঞাপণ জারি করা হয়।
বার্তাবাজার/এম আই