শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় ঢাকায় ফিরে আসছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এরই মধ্যে বাংলাদেশ দল দিল্লি থেকে পুনের উদ্দেশে রওনা হয়েছে। তবে সাকিব সেখানে না গিয়ে আজ মঙ্গলবার দেশে ফিরে আসছেন।
দলীয় সূত্র গণমাধ্যামকে জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পান সাকিব।
এ কারণে ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বকাপ চলাকালে এর আগে গত ২৫ অক্টোবর ঢাকায় এসেছিলেন সাকিব। পরে কলকাতায় দলের সঙ্গে যোগ দেন।
বিস্তারিত আসছে…
বার্তা বাজার/জে আই