বিএনপি জামাত এর অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শান্তি সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ।
সোমবার সন্ধ্যায় উপজেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মহি উদ্দিন মুহিন এর সভাপতিত্বে উপজেলার খাসেরহাট বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সদস্য জিয়া উদ্দিন আহাম্মেদ, সদস্য কামরুল ইসলাম মহব্বত , উপজেলা স্বেচ্চাসেবকলীগ সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর স্বেচ্চাসেবকলীগ সভাপতি আয়াত উল্যা খান, উপজেলা যুবলীগ সদস্য আব্দুস সহিদ, আল মামুন বাটু, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আল আমিন ও ইউপি সদস্য রাশেদ উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামাতের দেওয়া অবরোধ জনগন সমর্থন করে না। তারা যেন জনগনের জানমালের কোন ক্ষতি করতে না পারে এজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তারা।
সমাবেশে চরঈশ^র ও চরকিং ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় একহাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিকালের পর থেকে বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা ভিন্ন ভিন্ন মিছিল নিয়ে সমাবেশ স্থলে এসে উপস্থিত হন। সন্ধ্যার পর শুরু হয়ে এই সমাবেশ চলে রাত ৯টা পর্যন্ত। পরে একই স্থানে চরঈশ^র ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের স্বেচ্চাসেবকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
বার্তা বাজার/জে আই