কিশোরগঞ্জরে ভৈরবে ইউপি সদস্য বাদল মিয়ার বিরুদ্ধে বাড়ি-ঘর ভাংচুর, লোট-পাট ডাকাতি ও অন্তঃসত্তা নারীকে মারধোর করে আহতের প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বাশঁগাড়ী গ্রামের লোকজনের আয়োজনে আজ সোমবার দুপুরে গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ী আদর্শ বাজার সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে আমজাদহোসেন ও এলাকাবাসিরা অভিযোগ করে বলেন, গজারিয়া ইউপি সদস্য বাদল মিয়া একজন কুখ্যাত ডাকাত। তার একটি বিশাল বাহিনী রয়েছে। তার নামে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। মসজিদ কমিটির তহবিল থেকে হাওলাত ১ লাখ টাকা না দেয়ায় পূর্ব শত্রুতার জের ধরে গত শুক্রবার জুম্মার নামাজের সময় বাদলের নেতৃতে তার লোকজন আমজাদ হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে মসজিদ কমিটির ৮ লাখ ৭৬ হাজার টাকা ৯ ভরি স্বর্ণাল্ধংসঢ়;কার লোট করে নিয়ে যায়।

এ সময় আমজাদ হোসেনের অন্তঃসত্তা স্ত্রীকে ও মারধোর করে আহত করে। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। তাই বাদল মেম্বারের বিরুদ্ধে সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্ত ভোগী গ্রামবাসীরা। এ ঘটনায় ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/এম আই