নওগাঁর ধামইরহাটে নব গঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মো.আবু হাসানের কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এতেত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.আবু হাসান,দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে সহকারি পরিচালক মো.নওশাদ হোসেন,উপসহকারি পরিচালক মো.আল মামুন,সহকারি অধ্যাপক (অব.) হাবিবুর রহমান,সহকারি অধ্যাপক (অব.) আলহাজ্ব ফরিদুজ্জামান,তাইমুর রহমান,সাংবাদিক হারুন আল রশীদ,এমএ মালেক,প্রধান শিক্ষক আব্দুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো.কামরুল ইসলামের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তিন বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট গঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত করা হয় বর্তমান সভাপতি সহকারি অধ্যাপক (অব.) মো.হাবিবুর রহমান মন্ডল এবং সম্পাদক মনোনীত হন বর্তমান সম্পাদক মো.তাইমুর রহমান। কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি সহকারি অধ্যাপক (অব.) আলহাজ্ব মো.ফরিদুজ্জামান,সহকারি প্রভাষক এমএ হোসাইন।
এছাড়া সদস্যরা হলেন-বীর মুক্তিযোদ্ধা মো.মোজাম্মেল হক,প্রধান শিক্ষক আব্দুর রহমান,প্রধান শিক্ষক লুৎফর রহমান,সহকারি অধ্যাপক শাম্মী আখতার,সহকারি শিক্ষক নাদিরা পারভীন।
বার্তা বাজার/জে আই