ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মালয়েশিয়ান নাগরিক ও বাংলাদেশি প্রবাসীদের যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেলো রায়া ওপেনিং হাউস- ২০২৩ ঈদ পূর্ণমিলনী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওয়াই এন গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা বাংলাদেশ এবং মালয়েশিয়ার নাগরিক তরুণ ব্যাবসায়ী ইয়াসিন টুটুল।

প্রতি বছরের ন্যায় এ বছরও এক বিশাল সমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলতা পেয়েছে। এ অনুষ্ঠানের বিশেষত ছিল মালয়েশিয়ানদের মাঝে বাংলাদেশি সংস্কৃতি পরিচয় করে দিতে বাংলাদেশি বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। বছরের একটি দিনই তিনি তার বিজনেস পার্টনার, ওয়ার্কার রিলেটিভ এবং উনার শুভাকাঙ্খী সকলকে নিয়ে এই অনুষ্ঠানটি উদযাপন করেন।

তিনি বলেন, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে একটি ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করতে চান। তাই এই প্রোগ্রামের মালয়েশিয়ান খাবারের পাশাপাশি বাংলাদেশের অনেক খাদ্য তালিকা রেখেছেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ কমিশনার জাফ্রি বুকিত আমান,উপস্থিত ছিলেন মামা আর্ট এবং কালচার এর প্রতিষ্ঠাতা জনাব এমদাদুল হক সবুজ, উপস্থিত ছিলেন ইমিগ্রেশন ইনচার্জ জনাব আব্দুল রহমান, আরো উপস্থিত ছিলেন দাতো আবু বাকার, দাতো শুক্রীসহ আরো অনেকেই।

ইয়াসমিন টুটুল আরো জানান, আমি প্রোগ্রামের মধ্য দিয়ে তরুণসমাজকে এবং মালয়েশিয়া ও বাংলাদেশ এই দুই দেশকে ভাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করতে চাই।

বার্তাবাজার/এমআই