পাবনার ঈশ্বরদীর রেলগেটে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পর বিএনপির প্রভাবশালী নেতা জাকারিয়া পিন্টুর অফিসে হামলা চালানো হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

রবিবার (০৫ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঈশ্বরদী শহরের রেলগেটে এলাকায় এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা রেলগেট এলাকায় অবরোধের সর্মথনে বিক্ষোভ মিছিল বেড় করে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটনায় এবং একটি ট্রাকের গ্লাস ভাংচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে স্বেচ্ছা সেবক দলের নেতা কর্মীরা সটকে পরে।

এর ঘন্টা খানেক পরে বিএনপি- জামায়াতের অবরোধের প্রতিবাদে সেখানে বিক্ষোভ মিছিল বের করে পাশেই বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর অফিসে হামলা চালিয়ে ভাংচুর করা হয়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী ঘটনাস্থল পরির্দশন করেন।

বার্তাবাজার/এম আই