বাস পোড়ানোর মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরকে চার দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় তাকে রিমান্ডে পাঠান ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশিদুল আলম।
এর আগে মামলার সুষ্ঠু-তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম।
অন্যদিকে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নাকচ করেন।
নিউ মার্কেট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ পরিদর্শক সাফায়েত হোসেন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ৪ নভেম্বর সন্ধ্যায় নিউমার্কেট থানার গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রী ছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় বাসের চালক বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলাটি করেন। এ মামলায় গত শনিবার ভোরে রাজধানীর একটি বাসা থেকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
বার্তাবাজার/এম আই