বর্তমান প্রধানমন্ত্রীকে বহাল রেখে অথর্ব নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন মেনে নেবে না। আর বর্তমান সিইসি কাজী হাবিবুল আউয়াল হলো আওয়ামী টুর্নামেন্টের দলদাস রেফারি। এ রেফারি ইতোমধ্যে পরীক্ষায় ফেল করেছে। এই কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন মোটেও সম্ভব নয়।

আজ রোববার (৫ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম এক বিবৃতিতে এসব কথা বলেন।

নেতৃদ্বয় আরও বলেন, সংবিধানের দোহাই দিয়ে কোনো অবস্থাতেই যদি আওয়ামী অবৈধ সরকার নির্বাচনী বৈতরণী পার হবার চেষ্টা করে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া আন্দোলনের দাবানল জ্বলে ওঠবে।

সরকারের শুভবুদ্ধির উদয় কামনা করে নেতৃদ্বয় বলেন, আপনাদের এখনো সুযোগ আছে পীর সাহেব চরমোনাইর আল্টিমেটাম মেনে নিয়ে ১০ নভেম্বরের পূর্বে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশকে গৃহযুদ্ধ থেকে রক্ষা করুন। আর না হয় আপনাদের পতন যে কতটা নির্মম ও ভয়াবহ হবে তা কেবল সময় বলে দেবে।