টাঙ্গাইলের মির্জাপুরে নকল সংরক্ষণের দায়ে এক শিক্ষককে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে হাতেনাতে নকলসহ আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের আইনানুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল।
কারাদণ্ডপ্রাপ্ত ওই শিক্ষক হাট ফতেপুর উচ্চ বিদ্যালয়ের মো. আফিকুর রহমান। তাকে পুলিশের মাধ্যমে দুপুরে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এম আই