পাবনায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে একটি র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পাবনার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
এরপর জেলা প্রশাসনের অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। সমবায় দেশের দরিদ্র বিমোচনে ব্যাপক ভূমিকা রেখে চলেছে উল্লেখ করে এ আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। দারিদ্র বিমোচন ও আর্থিক সমৃদ্ধির জন্য সমবায়কে আরো জোরালো ভূমিকা পালনের তাগিদও দেন প্রিন্স এমপি।
জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ আহমেদ,পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আ. মতীন খান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, বিশিষ্ট সমবায়ী নিহার আফরোজ জলি, মাহফুজ আলী কাদেরী ও শীর্ষ সমবায় কর্মকর্তাসহ এ সংশ্লিষ্ট অনেকেই এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এম আই