যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণে আ.লীগ সরকারই সেরা বলে মন্তব্য করেছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। শনিবার আতাইকুলার চড়াডাঙ্গা থেকে কুচিয়ামোড়া হাট পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যে সকল এলাকায় যেতে মাইলের পর মাইল হাঁটতে হতো, সেখান দিয়ে এখন আধুনিক যানবাহন চলাচল করে। এতে চলাচলে শ্রম ও সময় উভয়েরই ব্যয় কমেছে। যোগাযোগ সহজের ফলে স্কুলে শিক্ষার্থী উপস্থিতি বাড়ছে। শিক্ষার হার বাড়ছে। আগামী প্রজন্মের বড় একটি অংশ সুশিক্ষিত হচ্ছে, যারা আগামীতে দেশের হাল ধরবে।

এসময় উপস্থিত ছিলেন পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাকিবিল্লাহ, সাধারণ সম্পাদক শওকত আলী খান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বকুল, জেলা ছাত্রলীগের সাবেক নেতা সরদার স্বপন আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

বার্তা বাজার/জে আই