ঢাকার ধামরাইয়ে দুই হাজার পুরিয়া হেরোইন ও তিন লিটার চোলাই মদসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (শনিবার) রাতে ধামরাইয়ের ভাড়ারিয়া বাজার, শরীফবাগ বাজার এবং পৌরসভার কান্দিকুল এলাকা থেকে এদেরকে মাদকসহ গ্রেফতার করে ধামরাই থানার পুলিশ। পরে আজ (রোববার) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার ওই পাঁচ মাদক ব্যবসায়ী হলো- ধামরাইয়ের বড় বাঙ্গালপাড়া এলাকার মৃত আলী ফকিরের পুত্র মোঃ সোরহাব হোসেন (৩৫) ও মৃত আব্দুল খালেকের পুত্র মোঃ রিপন হোসেন (৩২), শরীফবাগ এলাকার মৃত মুক্তার আলীর পুত্র মোঃ মামুনুর রশিদ (৪২) এবং টাঙ্গাইলের মির্জাপুর থানার চন্দন কুমার সরকারের পুত্র সজীব কুমার সরকার (২৭)।

এব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক তৈমুর ইসলাম জানান, গতকাল রাতে ধামরাই থানাধীন ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া বাজারের রাস্তার পশ্চিম পাশে পাকা রাস্তার উপর থেকে ১৫০০ পুরিয়া হেরোইন (১৫০ গ্রাম, মূল্য আনুমানিক সাড়ে চার লক্ষ টাকা) সহ মোঃ সোরহাব হোসেন ও মোঃ রিপন হোসেনকে গ্রেফতার করা হয়। এছাড়া গতকাল রাতে ধামরাই থানাধীন শরীফবাগ বাজারের তিন রাস্তার মোড়ে জনৈক আসলামের খাবার হোটেলের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০০ পুরিয়া হেরোইন (৫০ গ্রাম, মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা) সহ মোঃ মামুনুর রশিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রোববার (২১ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মূলে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ধামরাই থানার উপ-পরিদর্শক শিমুল মোল্লা জানান, গতকাল রাত আনুমানিক ৯ ঘটিকার দিকে ধামরাই থানাধীন ধামরাই পৌরসভার ১নং ওয়ার্ডের কান্দিকুল এলাকার জনৈক হযরত আলী’র বসত বাড়ী ও দোকান হতে ১৫ গজ দক্ষিণ পূর্ব কোনে কাঁচা রাস্তার মোড়ের উপর থেকে ৩ লিটার চোলাই মদ (আনুমানিক মূল্য ছয় হাজার টাকা) সহ সজীব কুমার সরকারকে গ্রেফতার করা হয়। এসময় আরেক মাদক ব্যবসায়ী সুজন (২৫) কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত সজীব কুমারকে রোববার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এম আই