সিরাজগঞ্জ শাহজাদপুরে পিতার কাছে মোবাইল কিনে দেয়ার আবদার করে না পেয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে মিঠুন (১৭) নামের এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (২০ মে) রাতে উপজেলার গাড়াদহ ইউনিয়নের শরিষাকোল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কিশোর মিঠুন ওই গ্রামের দিনমজুর আঃ রহিমের ছেলে।
জানা যায়, কিশোর মিঠুন সম্প্রতি তার বাবার কাছে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন কিনে দেয়ার আবদার করে। কিন্তু আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে তার বাবা তাকে বলেন যে, ক্রয়কৃত তালের শাস বিক্রি করে মোবাইল কিনে দিবেন। এরমধ্যে গতকাল বিকালে বিছানায় শুয়ে সে যন্ত্রনায় কাতরাতে থাকলে পরিবারের স্বজনরা তাকে জিজ্ঞাসা করলে সে জানায় আমি আর বাচঁবো না। পরে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুর কোলে ঢোলে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শাহজাদপুর অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান ও থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধাসহ থানা পুলিশের একটি দল।
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান বলেন, চিকিৎসকের প্রতিবেদনে প্রতিয়মান হয়েছে যে কিশোর মিঠুন বিষ জাতীয় কিছু খেয়ে আত্মহত্যা করেছে। কোন অভিযোগ না থাকায় নিহত কিশোরের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করার আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে শাহজাদপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
বার্তাবাজার/এমআই