পাবনার ঈছামতি নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্প একনেকে অনুমোদন হওয়ায় আনন্দ র্যালি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ৩১ অক্টোবর) রাতে পাবনার সর্বস্তরের জনগণের আয়োজনে পাবনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও আনন্দ র্যালি হয় ।
সংবাদ সম্মেলনে বক্তব্যদেন জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদ আদনান রনি, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ.লীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শহিন, ইছামতি নদী উদ্ধার আন্দোলনে সভাপতি এস এম মাহবুব আলম ।
পরে জেলা স্কুল থেকে এক বণার্ঢ্য আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বার্তা বাজার/জে আই