নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করায় ১৬ জেলেকে আটক করেছে মৎস্য অফিস ও নৌ-পুলিলেশর একটি টিম।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে আটক জেলেদের ১৬ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। জব্দ করা ট্রলারটি মৎস্য অফিসের অধিনে রাখার আদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গোলাম সরওয়ার।
এর আগে মঙ্গলবার ভোরে হাতিয়ার পূর্বপাশে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে ট্রলারটি আটক করা হয়। এসময় একশত ২০ কেজি ইলিশ মাছ, জালসহ একটি মাছধরা ট্রলার জব্দ করা হয়। আটক জেলেদের বাড়ী হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে।
নলচিরা নৌ-পুলিশের (ভারপ্রাপ্ত) ইনচার্জ অমিত সাহা জানায়, প্রতিদিনির ন্যায় নদীতে অভিযানে যায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সাজু চৌধুরী নেতৃত্বে নলচিরা নৌ-পুলিশের একটি টিম। এসময় নদীতে মাছ শিকার করা অবস্থায় একটি ট্রলার জব্দ করা হয়। এসময় ট্রলারে থাকা ১৬ জেলে সবাইকে আটক করে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গোলাম সরওয়ার সবাইকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। জব্দ করা ট্রলারদুটি নলচিরা নৌ-পুলিশের জিম্মায় রেখে দেওয়া হয়।
এব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গোলাম সরওয়ার জানান, আটক জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। ট্রলারটি নৌ-পুলিশের জিম্মায় দেওয়া হয়। ২নভেম্বর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ছেড়ে দেওয়া হবে। জব্দ করা ইলিশ মাছ এতিখানায় দিয়ে দেওয়া হয়।
এব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সাজু চৌধুরী বলেন, কিছু কিছু জেলে রাতের আধারে নদীতে মাছ শিকারে যায়। গত কয়েকদিন থেকে এধরনের সংবাদ আসতেছে। এজন্য রাতে ও দিনে আমরা অভিযান পরিচালনা করে আসছি। আগামী ২ নভেম্বর পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা বাজার/জে আই