বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ তাদের তৈরি করা সংবিধানের মাধ্যমে আবার নির্বাচন করতে চাইছে। তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার ছাড়া এদেশে আর কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না নির্বাচন করতে দেয়া ও হবে না। শেখ হাসিনাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন করতে হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ ১০ দফা দাবিতে লালমনিরহাট জেলা বিএনপি’র আয়োজিত জনসভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরো বলেন, লালমনিরহাট বিএনপি’র একটি আদর্শ রাজনৈতিক সংগঠন, এই সংগঠনের অলৌকিক কারিগর আসাদুল হাবীব দুলু। এ সরকার বুলেট নিক্ষেপ করে গুলি করে দেশের মানুষকে দাবি দমিয়ে রাখার অপচেষ্টা করছে। শত শত নেতা কর্মীকে মামলা হামলা ও গুম করে দিচ্ছে। বিএনপির এমন কোন রাজনৈতিক নেতাকর্মী নেই যাদের নামে কোন মামলা নেই। আওয়ামী সরকার দেশের অর্থনীতি শিক্ষা,স্বাস্থ্য ও ব্যাংকিং ব্যবস্থার সবকিছুকে ধ্বংস করে দিয়েছে।তারা জনগণের পকেট শূণ্য করে নিজের পকেট ভারী করেছে, উন্নয়নের নামে উন্নয়ন হয়েছে তাদের ঘরে, যাদের সাইকেল ছিল না তাদের গাড়ি হয়েছে। অনেক ভুমিহীন নেতারাই আজ গাড়ী বাড়ীর মালিক।

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সহ আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা,তিনি বলেন,আমাদের অসংখ্য নেতা কর্মীর নামে মামলা ও হামলা করা হয়েছে। মামলা হামলা করে বিএনপিকে আর দমানো যাবে না।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ বিভিন্ন উপজেলার নেতারা।

বার্তাবাজার/এমআই