নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বিএনপি জামাত। এখন তাদের উদ্দেশ্য দেশের শান্তি বিনষ্ট করা। একারণে আন্দোলন সমাবেশের নামে গাড়ি ভাঙচুর ও জ্বালাও পোড়াওয়ে মেতেছে তারা। এটি তাদের পুরনো রুপ, নতুন করে আবার দেখাচ্ছে। দেশের মানুষকে আতঙ্কিত করছে। শনিবার (২৮ অক্টোবর) রাতে দাপুনিয়া ইউনিয়নের ভাজপাড়ায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও মতবিনিময় সভায় এসব কথা বলেন পাবনা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

তিনি বলেন, মানুষের মাঝে নতুন আতঙ্ক ছড়াতেই কাল সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। আ.লীগের নেতাকর্মীরা যেটি কোনোভাবেই হতে দেবে না। দরকার হলে রাজপথেই হরতালের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেয়া হবে। জেলা আ.লীগ পাবনার মানুষদের এবিষয়ে আশ্বস্ত করছে।

আসন্ন নির্বাচন নিয়ে প্রিন্স এমপি বলেন, গণতান্ত্রিক পন্থায় একটি সুশৃঙ্খল নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন। শান্তির স্লোগানে বিশ্বাসী আ.লীগ। অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়েছে এই দলীয় সরকার। তাই সবার কাছে দাবি থাকবে আপনারা আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করবেন।

অনুষ্ঠানে দাপুনিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি হাসান ইমামের সভাপতিত্বে ও ৮ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি রফিকুল ইসলামের পরিচালনায় এ সভায় বক্তব্য দেন পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা আ.লীগের প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, তথ্য ও গবেষণা সম্পাদক এড. তৌফিক ইমাম, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, দাপুনিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন শেখ লালু, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ ও ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক হাসান। এসময় স্থানীয় অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/জে আই