পাবনা সদর উপজেলায় দেড় কোটি টাকা ব্যয়ের তিনটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার চরপাড়া, হলুদবাড়িয়া ও শ্রীরামপুরে নির্মাণ কাজের ফলক উন্মোচনের মধ্য দিয়ে এ রাস্তাগুলোর উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এরপর স্থানীয়দের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় স্থানীয়দের কাছে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোটও দাবি করেন তিনি।
পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা আ.লীগের উপদেষ্টা এড. জাহিদ রানা, উপজেলা আ.লীগের সহসভাপতি আজমত আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড. আ: রকিব, পৌর আ.লীগ নেতা কামরুজ্জামান রকি, উপজেলা উপসহকারী প্রকৌশলী আ: আজিজ, চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান, ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান, সাদুল্লাহপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আ: কুদ্দুস মুন্সী, সাধারণ সম্পাদক রইস উদ্দিন খান, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদ আলী মোল্লা, ভাঁড়ারা সাংগঠনিক ইউনিয়ন আ.লীগের সভাপতি নাদের হোসেন প্রামাণিক, সাধারণ সম্পাদক আজাহার আলী মণ্ডল, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ সহ স্থানীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/জে আই