কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বরাবরের মতোই ভর্তিচ্ছুদের সহযোগিতায় দায়িত্ব পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট।
রোভার সদস্যরা ভর্তি পরীক্ষাকালীন সময়ে শৃঙ্খলার সাথে সুন্দরভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছে। পরীক্ষার্থীদের যথাসময়ে সারিবদ্ধভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ও প্রাথমিক নির্দেশনা দেয়া, রাস্তার জ্যাম রোধে ট্রাফিকের কাজ করা সহ ইত্যাদি স্বেচ্ছাসেবী কাজে তাদের অংশগ্রহণ ছিল স্বতস্ফুর্ত। এ কাজে ৬০ জন রোভার অংশগ্রহণ করেন।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের সিনিয়র রোভারমেট মাহমুদুল হাসান বলেন, আমরা প্রত্যেক বছর এ ধরনের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট আছি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ সব সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজে ও ডাকে তৎপর। আগামী ‘সি’ এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আমরা সুষ্ঠুভাবে সেবা প্রদান করব।
উল্লেখ্য, এবারের গুচ্ছ পদ্ধতিতে ২২টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
বার্তাবাজার/এম আই