জয়পুরহাটে আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথীফসল চাষাবাদ বৃদ্ধির লক্ষে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মে) দুপুরে সদর উপজেলার ভাদসা এলাকায় বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী পাবনার আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বিএসআরআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকতা ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আবু তাহের সোহেলের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো: ওমর আলী।
এসময় আরও বক্তব্য দেন জয়পুরহাট সুগার মিলস’র ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান,ব্যবস্থাপনা পরিচালক( কৃষি) তারেক ফরহাদ, ডিজিএম আব্দুর রউফ ও বিএসআরআই’র জয়পুরহাট উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকতা শহিদুল ইসলাম।
কৃষক মাঠ দিবসে শতাধিক কৃষকদের নিয়ে আধুনিক প্রযুক্তিতে আখের সাথে সাথী ফসল হিসেবে ডাল মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে কৃষকদের ধারণা দেওয়া হয়।
বার্তাবাজার/এম আই