ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকার ৬নং ওয়ার্ড। ওয়ার্ডে প্রবেশ করলেই চোখে দেখা মিলবে ছোট-বড় প্রতিটি গাছের গোড়ায় লাল-সাদা রঙের আচঁড়। ওয়ার্ডের সৌন্দর্যবর্ধন ও বৃক্ষের প্রতি ভালোবাসা প্রকাশে ব্যতিক্রমধর্মী এই উদ্যোগটি নিয়েছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর এনায়েত হোসেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আলফাডাঙ্গা পৌর এলাকার ৬নং ওয়ার্ডের পরিবহন বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক, বেগম ছালেহা একাডেমি সড়ক, কুসুমদি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক, কুটুমবাড়ি কফি হাউজ সড়কসহ ওয়ার্ডের প্রায় প্রতিটি স্থানে ছোট-বড় অসংখ্য গাছের গোড়ায় লাল-সাদা রঙের আচঁড়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। গাছের ভিড়ে দাঁড়িয়ে যাওয়া কিছু বিদ্যুতের খুঁটির ভাগ্যেও জুটেছে এই রঙ।

এসময় রঙ ও তুলি নিয়ে গাছের গোড়ায় রঙ করতে দেখা যায় বাবুল শেখ ও সাইফুল মোল্যা নামে দুই রংমিস্ত্রিকে। কথা হয় তাদের সাথে। তারা জানান, ‘দশ দিন ধরে ছোট-বড় প্রায় পাঁচ সহস্রাধিক গাছের গোড়ায় লাল-সাদা রঙ দেওয়ার এই কাজ করছেন তারা।’

একদিকে পৃথিবীর নানা প্রান্তে গাছ কেটে উজাড় করা হচ্ছে আর সেখানে গাছকে এমন ভালোবেসে রাঙিয়ে তোলার প্রয়াস নজর কেড়েছে স্থানীয়দের।

আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা এস এম আকরাম হোসেন জানান, ‘গাছে গাছে লাল-সাদা রঙ। দেখতে খুবই ভালো লাগছে। পৌর কাউন্সিলরের এই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়।’

এমন উদ্যোগের বিষয়ে জানতে চাইলে আলফাডাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর এনায়েত হোসেন জানান, ‘মানুষের সব থেকে আপন বন্ধু হলো গাছ। গাছের অবদান মানব জীবনে অপরিসীম। এই গাছ ছাড়া মানবজাতির কল্পনা অসম্ভব। আমরা গাছ ছাড়া এক মুহূর্ত চলতে পারি না। কিন্তু তারপরও অকারণে গাছ কেটে উজাড় করা হয়। তাই বৃক্ষের প্রতি গুরুত্ব অনুধাবন করতেই গাছের গোড়ায় রঙ করার উদ্যোগ গ্রহণ করি। এছাড়াও গাছের গোড়ায় লাল-সাদা রঙ করার কারণে সৌন্দর্যবর্ধন হয়েছে।’

আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু বার্তা বাজার’কে জানান, ‘ওয়ার্ড কাউন্সিলের এই উদ্যোগটি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। পৌরসভার প্রতিটি স্থানকে সৌন্দর্যবর্ধন করার লক্ষ্যে কাউন্সিলরদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। নান্দনিক পৌরসভা গড়তে এভাবেই সকলের সহায়তা কামনা করছি। সকলে মিলে আলফাডাঙ্গা পৌরসভাকে নান্দনিক পৌরসভা হিসেবে গোড়ে তোলা হবে।’

বার্তা বাজার/জে আই