পাবনার কৃতি সন্তান মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ে এই দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ,উপজেলা আওয়ামী লীগ , পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ,কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা সাখাওয়াত হোসেন সাখো।
বার্তা বাজার/জে আই