ব্যক্তিমালিকানা জায়গার উপর নির্মিত ৯টি দোকানঘর ভেঙে দেওয়ার প্রতিবাদে মাদারীপুরের রাজৈর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) খাদিজা আক্তারের বিরুদ্ধে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে টেকেরহাট-কবিরাজপুর সড়কের পাশে উপজেলার পান্তাপাড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিপুল সংখ্যক ব্যবসায়ী ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।

জানা যায়, রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের পান্তাপাড়া বাজারের পাশে শ্রীকৃষ্ণদী মৌজার ৩৫৭ নং দাগে ১২৩৯ নম্বর খতিয়ানে ৫ শতাংশ ব্যক্তিমালিকানা জমি নিয়ে স্থানীয় লক্ষ্মণ দাস ও লিটন মাতুব্বরের মাঝে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে কবিরাজপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার শাহাদাত হোসেন গত ৮ অক্টোবর লিটনকে একটি নোটিশ পাঠায়। পরে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এসিল্যান্ড খাদিজা আক্তার ও তহসিলদার শাহাদাত এসে ওই বিরোধপূর্ণ জায়গায় থাকা ৯টি দোকান ভেঙে গুড়িয়ে দেয়।

মানববন্ধনে লিটন মাতুব্বরসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ওই ৫ শতাংশ জায়গার মধ্যে ৩.৯০ শতাংশ লিটন মাতুব্বরের ক্রয়কৃত। যার দলিল নং ২০৭৮। রাস্তার পাশেই তার জায়গার নকশা। এ নকশা দেখানোর পরও এসিল্যান্ড তাদের দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে। তহসিলদার ও এসিল্যান্ড যোগসাজশে অপর একটি পক্ষে প্রভাবিত হয়ে তাদের এতো বড় ক্ষতি করেছে বলে জানান তারা। একই সঙ্গে এ ঘটনার বিচারও দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা আক্তার ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি বলেন, আমি কোন পক্ষের হয়ে ওখানে জাইনি। দোকানগুলো সরকারি জায়গায়, তাই ভাঙ্গা হয়েছে।

বার্তাবাজার/এম আই