উচ্চ আাদালতের নির্দেশনা অধিনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,বিদ্যুতের লোড শেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে ১০ দফা দাবিতে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মে ) দুপুর জেলা বিএনপি আয়োজনে এই জন সমাবেশ কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। জেলার ৯টি উপজেলা থেকে বিভিন্ন নেতাকর্মীরা খন্ডে খন্ডে মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয় এসে অবস্থা নেয় পরে অনুষ্ঠিত হয় জন সমাবেশ।

সমাবেশে জেলা বিএনপি আহবায়ক হাবিবুর রহমান হাবিব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু।

প্রধান বক্তা বিএনপির চেয়াপার্সনের বিশেষ সহকারি এড.শামসুল রহমান শিমুল বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিএনপি কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক এ,এইচ ওবায়দুর রহমান চন্দন,
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপি সদস্য সচিব এড. মাসুদ খন্দকার।

বক্তারা বলেন, এই বর্তমান সরকারে অধিনে কোন নির্বাচনে বিএনপি অংশ গ্রহন করবে না। উচ্চ আাদালতের নির্দেশনা অধিনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে গণতন্ত্র পূর্ণ উদ্ধার করে এই সরকারে পতন ঘটিয়ে বিএনপি ঘরে ফিরবে। বক্তারা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মিথ্যা মামলায় জেলা থাকা বিএনপি নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবি করেন।

বার্তা বাজার/জে আই