চট্টগ্রামে ইব্রাহিম হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭। সোমবার (০৯ অক্টোবর) বিষয়টি জানান র্যাব-৭ এ-র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ নুরুল আবছার।
তিনি জানান, গ্রেফতার ওসমান সীতাকুণ্ড থানার রঙ্গিপাড়ার আমিনুল হকের ছেলে। পেশায় সে একজন ডাকাত। ডাকাতির প্রস্তুতিকালে তাকে সীতাকুণ্ড মকবুল রহমান জুট মিলের চাকরিজীবি ইব্রাহিম (৫৫) চিনে ফেলায় ওসমান এবং অন্যান্য আসামিরা তাকে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করে। এ সংক্রান্তে ইব্রাহিমের পরিবার একটি হত্যা মামলা দায়ের করে। হত্যা মামলা দায়ের হওয়ার পর তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে ওসমানের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
আদালত বিচার কার্যক্রম চলাকালে আসামি ওসমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রোববার (৮ অক্টোবর) সকাল সোয়া দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার সোনারগাঁও ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ওসমানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ওসমানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তা বাজার/জে আই