চট্টগ্রামে ২০ বছর পর কোরবান আলী হত্যা মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭। রোববার (০৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এ-র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।
তিনি বলেন, গ্রেফতার খোরশেদ আলম ইকবাল (৪৫) ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকার আলী আহম্মেদ ভুলুর ছেলে। জমিজমা বিরোধের জের ধরে ২০০৩ সালের ৩১মে দুপুরে খোরশেদ আলম ইকবাল কোরবান আলীর উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং তাকে ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করে। এলাকাবাসী আহত কোরবান আলীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলা দায়ের হওয়ার পর আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। পুলিশ অভিযোগপত্র দিলে আদালত অভিযোগ গঠন করে সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে খোরশেদ আলম ইকবালের অনুপস্থিতিতে আমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে সাজা পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গ্রেফতারি পরোয়ানা জারি হলেও দীর্ঘ ২০ বছর খোরশেদ আলম ছিলেন ধরাছোঁয়ার বাইরে। সর্বশেষ ২০ বছর পর ফটিকছড়ি থানার জুনিঘাটা এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার (৭ অক্টোবর) অভিযান চালিয়ে খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য খোরশেদ আলমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তা বাজার/জে আই