তখন বিকেল আনুমানিক ৫ টা, রোদের ছলকানি কমে গিয়েছে অনেক টা, সূর্য টাও নিভে যাচ্ছে, মেঘনার অববাহিকায় স্রোতের খেলা দেখছে ভোলার মানুষ৷
প্রথমে দেখলে মনেই হতে পারে আরব কিংবা দুবাইয়ের কোনো মরুভূমির রাজ্য এটি, বিকেলের গোধূলি হাওয়া আর অপরুপ সৌন্দর্য উপভোগ করতে ভীর জমিয়েছে ভিনদেশী পর্যটকরা।
আসলে বিষয় টি তেমন নয়, হাজারো মানুষের ভির থাকা স্থান টি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তির হাট সংলগ্ন মেঘনার তীরবর্তী অঞ্চল, মুলত চিনা প্রতিষ্টানের প্রয়োজনে নদীকেন্দ্রীক অঞ্চলকে বালু দিয়ে ভরাট এর মাধ্যমে উপযোগী করা হয়েছে । যা বর্তমানে ভোলার মরুভূমি হিসেবে সিকৃতি পেয়েছে পর্যটকদের কাছে।
তবে পরিবেশ বিভাগ বলছে, বাতাসের বেগের সাথে বালুর স্থান পরিবর্তনের ফলে মানুষের চোখ,মুখে প্রবেশ করলে ক্ষতির আশংকা রয়েছে, তাই সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই নিজের সুরক্ষা দিতে অনুরোধ জানান পরিবেশ কর্মকর্তা।
বার্তা বাজার/জে আই