পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য ও বাস শ্রমিক মিলন ও সজিবের উপর হামলার প্রতিবাদে অবস্থান পালন করেছেন শ্রমিকরা।

বুধবার দুপুরে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ কর্মসুচী পালন করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

এ সময় বক্তব্য দেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নেতা আলাউদ্দিন আলাল, শেখ রনি, হান্নান মুন্সী, আব্দুল মোমিন, রিপন হোসেন অনেকে।

বক্তারা বলেন, গত ৩০ সেপ্টেম্বর রাতে বাস টার্মিনাল থেকে শহরে কাজে যাওয়ার সময় মাসুম বাজারে বাস শ্রমিক মিলন কে গুলি ও সজিবকে ছুরিকাঘাত করে চিহ্নিত সন্ত্রাসীরা। কিন্তু এখনও হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অতি স্বত্তর হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। তা না হলে আগামীতে বৃহত্তর কর্মসুচী দেবার হুশিয়ারি দেন শ্রমিক নেতারা। পরে জেলা প্রশাসকের কাছে দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন তারা।

বার্তাবাজার/এম আই