চট্টগ্রামে চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৪ অক্টোবর) দুপুরে বিষয়টি জানান পাঁচলাইশ মডেল থানার এএসআই (নিরস্ত্র) সোহেল আহমেদ।

তিনি বলেন, মঙ্গলবার নন্দনকানন এলাকায় অভিযান চালিয়ে চেক প্রতারণা মামলা (দায়রা- ৩৪৭৮/২০, সিআর- ১৬১২/১৯) ধারাঃ- এন আই এ্যাক্ট ১৩৮ সংক্রান্তে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ৫,৫০,০০০/= টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি খন্দকার সোলেমান বাদশা’কে গ্রেফতার করে পুলিশ।

মামলার নথিতে জানা যায়, আসামি খন্দকার সোলেমান বাদশা মুরাদপুর মোড়স্থ বাবুস সালাম হজ্জ্ব কাফেলা’র মালিক হয়ে মামলার বাদি জনাব মাওলানা মোহাম্মদ তৈয়ব (৬৫) এর নিকট থেকে তাকে হজ্জ্বে নেওয়ার কথা বলে নগদ ৫,৫০,০০০/= টাকা নেয় এবং বাদিকে একটি চেক দেয়। পরবর্তীতে আসামি বাদিকে হজ্জ্বে না নিয়ে প্রতারণা পূর্বক টাকা আত্মসাত করলে বাদি আদালতে চেক প্রতারণার মামলা করেন।

যুগ্ম মহানগর দায়রা জজ ৬ষ্ঠ আদালতের মাননীয় বিচারক আসামিকে বর্নিত মামলায় দোষী সাব্যস্ত করে গত ০৩/০৭/২৩ ইং তারিখ ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও চেকের সমপরিমাণ অর্থদণ্ড প্রদান করতঃ আসামি পলাতক থাকায় সাজা পরোয়ানা ইস্যু করেন।

বার্তাবাজার/এম আই