গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নে মোঃ রোকন সেক (৪৫) নামে এক যুবক বিদুৎস্পৃর্ষে মৃত্যু হয়েছে। তিনি গোয়ালন্দ উপজেলার কদমতলী গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে।তিনি ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
শুক্রবার রাত ৯ টার দিকে নিজবাড়ীতে বৈদ্যুতিক সুইচ দিতে গিয়ে মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দা মান্নান বলেন, নিজবাড়ীতে বৈদ্যুতিক সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃর্ষ হয়।এরপর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শোক প্রকাশ করেছেন।
বার্তা বাজার/জে আই