নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দায়িত্বরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেন হাতিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ জিসান আহমেদ ।

মঙ্গলবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় হাতিয়া থানায় ওসির কক্ষে উপজেলার সামগ্রীক বিষয় নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত অফিসার ইনচার্জ জিসান আহমেদ বলেন, হাতিয়া থানা হবে সাধারণ মানুষের আস্থার জায়গা। আমার সকল অফিসার এবং সদস্যদের নির্দেশনা দেওয়া আছে কোন মানুষ যেন থানায় এসে হয়রানির শিকার হতে না হয়। কোন অসহায় মানুষ যদি থানায় আসার পর যাওয়ার ভাড়াটুকু না থাকে সেটিও আমার পক্ষ থেকে দিয়ে দেওয়ার জন্য বলা আছে। যারা চাই সরাসরি আমার সাথে কথা বলবে তাদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে।

এ ছাড়াও তিনি নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্য বিবাহ ও ভূমিদস্যসহ নানা অসামাজিক বিষয়ে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক মোহনা টিভি ও ভোরের কাগজের প্রতিনিধি মো: ফিরোজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ইফতেখার হোসেন তুহিন, সহ-সভাপতি আরটিভি ও আজকের পত্রিকার প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণ, সাংগঠনিক সম্পাদক, নাগরিক টিভি ও আমাদের সময় পত্রিকার প্রতিনিধি শামিমুজ্জামান শামীম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি আক্তার হোসেন, বিজয় টিভি ও যায়যায়দিন প্রতিনিধি তাজুল ইসলাম তসলিম, দৈনিক দেশবাংলার প্রতিনিধি উত্তম সাহা, দৈনিক সময়ের আলো ও বার্তা বাজার প্রতিনিধি জিল্লুর রহমান রাসেল, দৈনিক প্রতিদিনের সংবাদ ছায়েদ আহম্মেদ, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি মোঃ হানিফ উদ্দিন সাকিব প্রমুখ।

পরে সাংবাদিকরা নবাগত ওসি’কে হাতিয়ার সামগ্রিক বিষয়ে তথ্য আদান-প্রদানের সহযোগীতা করার কথা জানান।

বার্তাবাজার/এম আই