চট্টগ্রামস্থ টেকনাফ সমিতির ২০ বছর পূর্তি ও নব গঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টায় নগরীর পাঁচলাইশ সুইস পার্ক কনভেনশন হলে নব গঠিত কার্যকরী কমিটির সভাপতি ও পূবালী ব্যাংকের সাবেক ডিএমডি মূখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম।

বর্ণিল এ অনুষ্ঠানে প্রধান অথিতি রেজাউল করিম ও বিশেষ অথিতি সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য ও চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. কামাল আহমেদ কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় প্রধান অথিতির বক্তব্যে মেয়র রেজাউল করিম বলেন- টেকনাফ নিয়ে অনেকের ভূল ধারণা রয়েছে ওই অঞ্চলের সবাই মাদকের সাথে জড়িত। শুধু টেকনাফ কে দোষ দিয়ে লাভ নেই। এটার সাথে গোটা দেশের একটি শক্তিশালী চক্র জড়িত। আজকে অনেকেই জানেনা এই ভূল ধারনার বাহিরেও ওই জনপদের কিছু আলোকিত মানুষের জন্ম হয়েছে। যারা আজ সারা দেশের শিক্ষা, চিকিৎসা, বিচারালয়, প্রশাসনিক স্তর ও বৈধ ব্যবসাসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আলো ছড়াচ্ছে। সরকারের উচিত এসব আলোকিত মানুষদের নিয়েই মাদক নির্মূলের একটি টেকসই পথ খুজে বের করা।

সমিতির যুগ্ন আহ্বায়াক পুলিশ পরিদর্শক রফিক উল্লাহর সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন- সমিতির সাধারণ সম্পাদক হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জামাল হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক ও চমেকহা’র শিশু রোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. এ কে এম রেজাউল করিম, চট্টগ্রামের অতিরিক্ত জেলা জজ সরওয়ার আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ড. আমির হোসেনসহ সমিতির সিনিয়র সদস্য বৃন্দ।

এছাড়াও এছাড়াও অনুষ্ঠানে বাগ মনিরাম ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন, সমিতির সদস্যদের পরিবার, গনমাধ্যম কর্মী, ব্যবসায়ীসহ চট্টগ্রাম নগরীতে পড়ুয়া টেকনাফের কয়েকশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সভা শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়। ভোজে অনুষ্টানে উপস্থিত সকলেই অংশ গ্রহন করেন।

বার্তা বাজার/জে আই