আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চরতারাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে ওয়ার্ডটির গোয়ালবাড়ী এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বক্তব্য কালে তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী, আত্মপ্রত্যয়ী ও সাহসী নেতৃত্বের ফলে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়, উন্নয়নের রোল মডেল।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশের কাতার থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হচ্ছে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার স্বপ্ন দেখছে।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফারুকুজ্জামান খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্তষ প্রামানিক এর পরিচালনায় আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন,জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম খান,সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা,সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ,সুজানগর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম টুটুল, থানা আওয়ামী লীগ নেতা বকুল খান, সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু,যুগ্ন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিরব প্রামানিক প্রমুখ।
এসময় স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/জে আই