ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্যক্তি উদ্যোগে পথচারী ও কৃষকদের জন্য দৃষ্টিনন্দন বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে। আলফাডাঙ্গা-কাশিয়ানী সড়কের মাত্র ৪০০ মিটার অদূরে বিদ্যাধর পশ্চিমপাড়া এলাকায় সড়কের পাশে এ বিশ্রামাগারটি গড়ে উঠেছে। ওই এলাকার বাসিন্দা তাজমিনউর রহমান তুহিন তার নিজের ব্যক্তিগত তহবিল থেকে বিশ্রামাগারটি নির্মাণ করেছেন।
তাজমিনউর রহমান তুহিন ওই এলাকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক প্রয়াত আলী আহমেদ মৃধার ছেলে। তিনি শাহ্জালাল মৎস্য এন্ড ডেইরি ফার্মের সত্ত্বাধিকারী ও লেবাজ সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান।
খোঁজ নিয়ে জানা যায়, আলফাডাঙ্গা-কাশিয়ানী সড়কের পাশে বিদ্যাধর পশ্চিমপাড়া এলাকার সড়কের দু’পাশে বিস্তৃত ফসলের মাঠ। সাধারণত পথচারী ও কৃষক গ্রীষ্মের প্রখর রোদে কিংবা বৃষ্টির সময়ে বসার তেমন কোন সুনির্দিষ্ট স্থান নেই। সেইকারণে বসার স্থানসহ রোদ-বৃষ্টি থেকে রক্ষা পেতে মাথার ওপর ছাউনি দিয়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন এই বিশ্রামাগার।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ শরিফুল ইসলাম জানান, ‘পথচারী ও কৃষকদের কথা চিন্তা করে বিশ্রামাগার নির্মাণ কাজটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। বিশ্রামাগারটি পথচারী ও কৃষকদের অনেক উপকারে আসবে।’
প্রশংসনীয় এ কর্মকাণ্ডের উদ্যোক্তা তাজমিনউর রহমান তুহিন বার্তা বাজার’কে বলেন, ‘এলাকাটিতে তীব্র গরম কিংবা বৈরী আবহাওয়ায় তাৎক্ষণিক অবস্থান নেওয়ার জন্য তেমন কোন স্থান নেই। তাই পথচারী কিংবা কৃষক যেন সহজেই বিশ্রাম নিতে পারে সেকারণে বিশ্রামাগারটি নির্মাণ করা হয়েছে।’
তিনি আরও জানান, ‘পথচারী ও কৃষকরা যেন বিশ্রামের পাশাপাশি সুপেয় পানি পান করতে পারে; সেকথা মাথায় রেখে খুব শীঘ্রই বিশ্রামাগারটির পাশে একটি গভীর নলকূপও স্থাপন করা হবে।’
বার্তা বাজার/জে আই