চট্টগ্রামে বিশাল আয়োজনের মাধ্যমে সম্পন্ন হলো ঐতিহ্যবাহী কদমতলী মহল্লা কমিটি কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) ২০২৩ ইংরেজির আনুষ্ঠানিকতা।
শুক্রবার (২৯ অক্টোবর) সকাল থেকে মাংস ও তবারুক বিতরণের মাধ্যমে সম্পন্ন হয় কদমতলী মহল্লা কমিটি কর্তৃক আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) ২০২৩ ইং এর আনুষ্ঠানিকতা।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী কদমতলী মহল্লা কমিটির সদস্য সচিব আলহাজ্ব বদরুল হুদা মুরাদ, প্রধান সর্দ্দার আলহাজ্ব নুরুল ইসলাম নুরু, মিলাদুন্নবী উদযাপন কমিটির চেয়ারম্যান আলহাজ্ব ইকরামুল হুদার সুযোগ্য নেতৃত্ব ও তত্ত্বাবধানে সম্পন্ন হয় তিন দিন ব্যাপী কদমতলী মহল্লা কমিটি কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) ২০২৩ ইং এর আনুষ্ঠানিকতা।
বুধবার (২৭ অক্টোবর) কদমতলী ডিটি রোডে জান সুপার মার্কেটের সম্মুখে এক বিশাল আজিমুশশান ওয়াজ ও মিলাদ মাহফিল সহ শিশু কিশোরদের হামদ নাত ও কেরাত প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় পবিত্র ঈদে মিলাদু্ন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২০২৩ ইংরেজির প্রথম দিনের কার্যক্রম। যেখানে পবিত্র কোরআন ও হাদীসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন- মজলিসুল ওলামা বাংলাদেশ এ-র চট্টগ্রাম বিভাগীয় মহাসচিব ও স্টেশন জামে মসজিদের সম্মানিত খতিব জনাব আলহাজ্ব মামুনুর রশীদ নুরী সাহেব, কদমতলী রওশন মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা ইসমাইল হানাফি সাহেব, বায়তুল জান্নাত জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা হাফেজ আবু তৈয়ব সাহেব, কদমতলী রেলগেইট জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা হাফেজ ছালামত উল্লাহ সাহেব, বায়তুল আজিজ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা হাফেজ নিজাম উদ্দিন সাহেব।
এরপর দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বাদে মাগরিব মাংস ও তবারুক বিতরণের উদ্দেশ্যে জবাই করা হয় বৃহাদাকারের ৭টি গরু এবং রাতভর চলে মাংস কাটা সহ রান্নাবান্নার যাবতীয় কাজ এবং সর্বশেষ তৃতীয় দিন শুক্রবার (২৯ অক্টোবর) মহল্লার মানুষদের মাঝে তবারুক বিতরণ সহ দুস্থদের মাঝে তবারুক বিতরণের মাধ্যমে সম্পন্ন হয় কদমতলী মহল্লা কমিটি কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম ২০২৩ইং এর আনুষ্ঠানিকতা।
সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনে সার্বিক কাজ তদারকিতে আরো নিয়োজিত ছিলেন কদমতলী মহল্লা কমিটির বিচার বিভাগের প্রধান আলহাজ্ব আব্দুস শুক্কুর, উপ প্রধান সর্দ্দার (প্রশাসন) ও মিলাদুন্নবী উদযাপন কমিটির চেয়ারম্যান আলহাজ্ব ইকরামুল হুদা, কদমতলী মহল্লা কমিটির যুগ্ন সচিব (প্রশাসন) ও মিলাদুন্নবী উদযাপন কমিটির সেক্রেটারি আলহাজ্ব শামসুল আলম, আলহাজ্ব লিয়াকত আলী সর্দ্দার (অর্থ), আহমেদুর রহমান যুগ্ম সচিব (বিচার), হাজ্বী মহসিন বেগ-যুগ্ন সচিব (সামাজিক), মাহবুব আলম-যুগ্ম সচিব (অর্থ), মিলাদ উপ কমিটির আহবায়ক ও সর্দ্দার হাজ্বি ইউনুস কেরু, মোহাম্মদ নাছির, আব্দুল সবুর, হাজ্বী ইয়াছীন সেকান্দর আলী, মোঃ আব্দুল নাহিদ, বখতিয়ার উদ্দিন, মোশারফ খান লিটন, দিলদার হোসেন, আব্দুল খালেক, মিডিয়া ও প্রেস উপ কমিটির সচিব সাংবাদিক মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী (সামাজিক), সদস্য আরাফাত কাদের, নেতাদার মোহাম্মদ রাসেল।
এছাড়াও মিলাদুন্নবী উদযাপন কমিটির শৃঙ্খলা উপ কমিটির সদস্য হিসেবে যারা তিন দিন যাবত অক্লান্ত পরিশ্রম করে মিলাদুন্নবী উদযাপনের অনুষ্ঠানকে সুচারুরূপে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তারা হলেন, শৃঙ্খলা উপ কমিটির আহবায়ক বখতিয়ার উদ্দিন সর্দ্দার, সদস্য সচিব সোহেল আহমেদ(সামাজিক), সদস্য হাজ্বী মোহাম্মদ জসিম, মোহাম্মদ আলমগীর, মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, এডভোকেট শেখ মোহাম্মদ শওকত, হাজ্বী নুরুল আমিন হীরা, মহিউদ্দিন সুজন, সাজ্জাদ হোসেন জাফর, মোহাম্মদ ফয়েজ আহম্মদ দুলাল, ফিরোজ খান সুমন, ইরফান হোসেন ইনু, ইসতিয়াক হোসেন রিপন, রেজাউল করিম মনু, ইসমাইল মিয়া রুবেল, আব্দুল মাজেদ সম্রাট, রিপন আহমেদ, রাসেল আরাফাত, ইফতেখার হোসেন রমি, মোহাম্মদ হারুন, আরিফ আহমেদ প্রিন্স, আব্দুল হাকিম পারভেজ, আব্দুল করিম।
প্রসঙ্গত, কদমতলী মহল্লা কমিটি কর্তৃক অত্যন্ত স্বচ্ছ সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) ২০২৩ ইং’তে তিন শতের অধিক দুস্থ পরিবারকে বিনামূল্যে ভাত ও মাংস বিতরণ করা হয়। সেই সাথে দুপুরে গরীব ও দিন মজুরের জন্যেও খাবারের বিশেষ আয়োজন করা হয়
বার্তা বাজার/জে আই