রাজবাড়ীতে শুক্রবার বিকেলে ছাত্রলীগের নেতা ছাত্রলীগের নেতা শেখ সুমন সবুজ (৩২) হত্যাকান্ডে জড়িত সকল অস্ত্রধারী খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বরাট ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে উড়াকান্দা ফুটবল মাঠে এই সভার আয়োজন করা হয়।

নিহত সবুজ সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম শামসুল আলম শেখ। সবুজ বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। হত্যাকান্ডের ঘটনায় নিহত সবুজের বাবা শামসুল আলম শেখ বাদী হয়ে ২৫ এপ্রিল বিকেলে অজ্ঞাতনামা আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহসভাপতি কাজী কেরামত আলী।

সভাপতিত্ব করেন বরাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরশাদ আলী সরদার। এতে আরও বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি হেদায়েত আলী, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিক হোসেন, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসজাদ হোসেন, জেলা মহিলা যুবলীগের সভাপতি কানিজ ফাতেমা, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, নিহত সবুজের বাবা বরাট ৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম শেখ, বরাট ইউনিয়নের সভাপতি শহিদুজ্জামান, সাধারণ সম্পাদক নেকবার হোসেন প্রমূখ। সভা পরিচালনা করেন জেলা কৃষকলীগের নেতা আবু বক্কার খান।

বক্তারা প্রতিবাদ সমাবেশে বলেন, এ নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানান।

বার্তা বাজার/জে আই