নোয়াখালীর হাতিয়ায় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজা উপলক্ষে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শণ ও স্থানীয় পাইতান মার্কেটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাতিয়ার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিতব্য পুজা মন্ডপগুলি পরিদর্শন শেষে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের পাইতান মার্কেটে বিট পুলিশিং সভাটি অনুষ্ঠিত হয়।

বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিসান আহমেদ। এম আলী পাইতান মাছঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি নুর ইসলাম মেম্বার, সাধারণ সম্পাদক সুনীল মেম্বার, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আকবর হোসেন, কোষধ্যক্ষ নবীর উদ্দিন, হাতিয়া উপজেলা যুবলীগের সদস্য আবদুস সহিদ, স্থানীয় জনসাধারণ ও শতাধিক মৎস্য ব্যবসায়ী সদস্যবৃন্দ সভাতে উপস্থিত ছিলেন।

বিট পুলিশিং সভায় হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, আসছে দুর্গা পুজা উপলক্ষে পুজা মন্ডপ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে সকলেই সার্বিক সহযোগিতা করতে হবে। কোন রকমের অশালীনতা ও ইভটিজিং, মাদক দ্রব্য সেবন বা বহন অথবা বিপননকারী যে হোক কাউকে ছাড় দেওয়ার কোন সুযোগ নাই। এছাড়াও এলাকায় বাল্য বিবাহ, নারী নির্যাতন, সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে হবে। আমাদের তরফ থেকে সব সময় এসকল কার্যক্রম অব্যাহত থাকবে।

বার্তাবাজার/এম আই