পাবনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করেছে জেলা আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল’র সভাপতিত্বে ও তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম এর পরিচালনায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট বেলায়েত আলী বিল্লু, যুগ্ম সম্পাদক কামরুল হাসান মিন্টু, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও পৌরসভার মেয়র শরিফ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট তসলিম হাসান সুমন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষন রায়, অর্থ সম্পাদক লিয়াকত আলী তালুকদার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাওয়াল বিশ্বাস, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সামাদ খান রতন, উপ দপ্তর সম্পাদক রিজভী শাওন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা, সাংগঠনিক সম্পাদক হাসিনা খাতুন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ সহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা দোয়া পরিচালনা করেন মাওলানা সাখাওয়াত হোসেন সাখো।
বার্তাবাজার/এম আই