বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ মোঃ সাব্বির আহমেদ কায়েস (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ। শুক্রবার (১৯ মে) দুপুর ৩ টার দিকে নগরীর কাউনিয়া ১ম গলি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাব্বির আহমেদ কায়েস ঝালকাঠির কৃঞ্চকাঠি গ্রামের মৃত আদম আলী সরদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ৩ টায় নগরীর কাউনিয়া ১ম গলির ইয়াসিন তাহসিন ভিলার ৩য় তলায় একটি রুমের ভিতর অভিযান পরিচালনা করে মোঃ সাব্বির আহমেদ কায়েস (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাব্বির আহমেদ কায়েসের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বার্তা বাজার/জে আই