নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গাছ কেটে সংরক্ষিত বন ধ্বংস করার সময় আব্দুল করিম (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে তাকে বন আইনে মামলা দিয়ে কোট হাজতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার আগের দিন বিকালে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরইউনুছ এর সংরক্ষিত বন থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল করিম জাহাজমারা ৩নং ওয়ার্ডের মৃত শাহে আলমের ছেলে।

জাহাজমারা রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, বনের মধ্যে গাছ কেটে বন উজাড় করছে একটি দল। গোপণ সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে জাহাজমারা রেঞ্জের সদর ভিট কর্মকর্তা বোখারী আহম্মেদের নেতৃত্বে অভিযান করে বনবিভাগের একটি টিম। এসময় বনপ্রহরীদের দেখে ৮-৯ জনের সবাই পালিয়ে গেলেও আব্দুল করিমকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তাদের কেটে ফেলা ৬শত ছোট গেওয়া গাছ, ৯টি কেওড়া গাছ সহ গাছ কাটার দা, করাত ও রশি উদ্ধর করা হয়।

পরে ভিট কর্মকর্তা বোখারী আহাম্মেদ বাদী হয়ে একজনকে আসামী করে বন আইনে হাতিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় আব্দুল করিমকে আটক দেখানো হয়।

এ ব্যাপারে জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা সাইফুর রহমান জানান, দীর্ঘদিন থেকে এই চক্রটি সংরক্ষিত বাগানের গাছ কেটে বন উজাড় করে আসছে। তারা অসাধু ভাবে ভূমি অফিস থেকে বনের এই জায়গা বন্দোবস্ত করে নিয়েছে। এদেরকে আটক করতে বনবিভাগের অভিযান অব্যাহত আছে।

বার্তাবাজার/এম আই