মানিকগঞ্জে ৫২ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশ অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টায় মানিকগঞ্জের বেউথা এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে তাদের কাছে থেকে ৫২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ২০ হাজার টাকা।

গ্রেতারকৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার পাটগাছি গ্রামের মোঃ লিটন মিয়ার ছেলে মিন্টু মিয়া, মানিকগঞ্জের বাড়াই ভিকরা গ্রামের মুজিবুর রহমান এর ছেলে মোঃ মাহফুজ, মৃত কুদ্দুস ভূইয়ার ছেলে মোঃ ইয়াছিন ভূইয়া এবং মানিকগঞ্জের পশ্চিম দাশড়া এলাকার মৃত শাহাজাহান হোসেন এর ছেলে সাগর হোসেন।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ আবুল কালাম জানান, মানিকগঞ্জ সদর থানাধীন পশ্চিম দাশড়া সাকিনস্থ বেউথা থেকে হেমায়েতপুরগামী আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে মেসার্স লোৎফা এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে থেকে আসামিদের গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃতদের নামে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/এম আই