ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন বাংলাদেশ ক্রিকেটের নতুন ব্যাটিং সেনসেশন নাজমুল হোসেন শান্ত। দারুণ ধারাবাহিকতার মধ্যে সহ-অধিনায়কত্ব পাওয়া নিয়ে শান্ত বলেন, ‘এটা অনেক গর্বের ব্যাপার। এমনকি আমার পরিবারের সদস্যরাও (গর্বিত) কালকেও এই কথা বলেছি। অবশ্যই অনেক গর্বের ব্যাপার, উপভোগ করবো পুরো পরিস্থিতি।
প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বিশ্বকাপ। বাড়তি পাওয়া হিসেবে খেলতে যাচ্ছেন দলের সহ-অধিনায়ক হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও বাকি সব ব্যাটারের ব্যর্থতার দিনে খেলেন ৮৪ বলে ৭৬ রানের ইনিংস। শেষ তিন ইনিংসেই করেছেন হাফ সেঞ্চুরি।
অধিনায়কত্বে অভিষেকের দিনে দারুণ ব্যাটিং করলেও দল অলআউট হয়ে গেছে স্রেফ ১৭১ রানে। ম্যাচও হারতে হয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। অধিায়কত্বের অভিজ্ঞতা কেমন ছিল শান্তর? তিনি বলছেন, ব্যক্তিগতভাবে রোমাঞ্চ থাকলেও হতাশ হয়েছেন দলের হারে।
শান্ত বলেন, ‘ফলাফলের দিক থেকে আনন্দ পাইনি। কিন্তু আগের দিন থেকেই অনেক রোমাঞ্চিত ছিলাম। মাঠেও উপভোগ করেছি ব্যাটিং। এমনকি শুরুর দিকে বোলাররা ভালো বল করছিলো, সেটাও উপভোগ করেছি। ফল ভালো হয়নি, আশা করি সামনে সুযোগ আসলে আস্তে আস্তে ফল আসা শুরু করবে।’
বার্তা বাজার/জে আই